লকডাউনে আটকে? কোথায় থাকবেন, কোথায় খাবেন, হদিশ দিচ্ছে Google



লকডাউনে আটকে পড়েছেন অনেকেই৷ দেশজুড়ে একটা ছন্নছাড়া দশা৷ অনেকেই ফিরতে পারেননি বাড়ি৷ আটকে পড়েছেন দূর দেশে৷ অচেনা জায়গায় মেলেনি কোনও খাবার বা কোনও থাকার জায়গা৷ এবার গুগুলের হাত ধরে সেই থাকা-খাবার জায়গার হদিশ মিলবে৷ এই কথা জানিয়ে দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ৷কেন্দ্রীয় সংস্থার সঙ্গে একযোগে এই জায়গাগুলি খুঁজে নিজেদের ম্যাপে বসিয়ে দিচ্ছে গুগুল৷ প্রায় ৩০টি শহরের মধ্যে কোথায় রয়েছে রিলিফ সেন্টার, তা দেখা যাবে গুগুল ম্যাপেই৷ ফুড শেলটার ও নাইট শেলটার সার্চ করলেই নির্দিষ্ট জায়গাগুলি সামনে আসবে৷মুঠোফোনের দুনিয়ায় বিভিন্ন শ্রেণী নির্বিশেষে গুগুলের ওপর ভরসা রাখেন অনেক মানুষ৷ তাই লকডাউনে সকলের কাছে এভাবেই নিজেদের পরিষেবা নিয়ে এল গুগুল৷ বাড়ি থেকে বহুদূরে, কষ্টে থাকা মানুষগুলি এখন ম্যাপ দেখেই পৌঁছে যেতে পারবেন এই শেলটার গুলিতে, যেখানে এই কয়েকদিন খেতে পারবেন তারা৷ মাথার উপর পাবেন ছাদও

মন্তব্যসমূহ

জনপ্রিয় পোস্টসমূহ