বাংলাদেশের মানুষের গড় আয়ু বৃদ্ধি পেয়ে হয়েছে ৭২বছর ৬মাস।
★বৃদ্ধি পেয়েছে বাংলাদেশের মানুষের গড় আয়ু।পরিসংখ্যান ব্যুরো বাংলাদেশের তথ্য অনুসারে বর্তমানে বাংলাদেশের মানুষের গড় আয়ু হচ্ছে ৭২বছর ৬মাস।বাংলাদেশের মানুষের প্রত্যাশিত গড় আয়ু আগের তুলনায় কিছুটা বেড়ে ৭২ দশমিক ৬ বছর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো।
এর আগে ২০১৯ সালে বাংলাদেশের মানুষের গড় আয়ু ছিল ৭২ দশমিক ৩ বছর।মঙ্গলবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) 'মনিটরিং দ্য সিচুয়েশন অব ভাইটাল স্ট্যাটিসটিকস' প্রকল্পের প্রতিবেদন প্রকাশ করে যেখানে উঠে আসে এ তথ্য।
ভার্চুয়াল কনফারেন্সের মাধ্যমে আগারগাঁওয়ের পরিসংখ্যানে ভবনে এই প্রতিবেদন প্রকাশনা অনুষ্ঠান হয় যাতে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। জরিপের ফলাফল তুলে ধরেন প্রকল্প পরিচালক একেএম আশরাফুল হক।জরিপের ফলাফল অনুযায়ী, এবছর পুরুষের ক্ষেত্রে প্রত্যাশিত গড় আয়ু বেড়ে ৭১ দশমিক ১ বছর এবং নারীদের ৭৪ দশমিক ২ বছর হয়েছে। গত বছরের জরিপে পুরুষের প্রত্যাশিত গড় আয়ু ছিল ৭০ দশমিক ৬ বছর; আর নারীদের ৭৩ দশমিক ৫ বছর।সাম্প্রতিক বছরগুলোতে ধারাবাহিকভাবেই বাংলাদেশের মানুষের প্রত্যাশিত গড় আয়ু বাড়ছে। দেশে জটিল রোগের চিকিৎসার সুযোগ বৃদ্ধি পাওয়ায় এবং শিশুমৃত্যুর হার কমে আসাকে এর অন্যতম কারণ বলে মনে করেন বিশেষজ্ঞরা।
প্রতিবছরই বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো ভাইটাল স্ট্যাটিসটিকস প্রকাশ করে। এ পরিসংখ্যানের মাধ্যমে একজন মানুষের জীবনের জন্ম, মৃত্যু, আয়ুষ্কাল, বিয়ের মতো অবধারিত বিষয়গুলোর চিত্র উঠে আসে।
প্রিয়ন্ত মজুমদার,
APJ News.
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন