মানুষকে গুজব বিমুখী করতে এগিয়ে এসেছে ">!< গুজব হলে শেষ,গর্বিত হবে বাংলাদেশ।"
♥সাধারণত বিভিন্ন মহামারী এর সময়কালে গুজব বেশি প্রচার হয়ে থাকে।মানুষ গুজবের দ্বারা মারাত্মক সামাজিক এবং মানষিক অশান্তি তৈরী করে থাকে।প্রায় সময় গুজব চলে যায় মারাত্মক পর্যায়ে যার ফলে বিশৃঙ্খলা থেকে প্রাণহানি ও হয়ে থাকে।গুজবের এই কুফল এবং কি করলে গুজব প্রচার করার মতো জঘন্য কাজ থেকে মানুষ সচেতন হবে তার জন্য চেষ্টা করে যাচ্ছে গুজব বিরোধী একদল যোদ্ধা।শুধু গুজব বিরোধী মনোভব সৃষ্টিই নয় তার সাথে করোনা মহামারীতে ঘরে থাকতে ও মানুষকে উৎসাহ দিয়ে যাচ্ছে তারা।গুজব বিরোধী মনোভব সৃষ্টি করার জন্য প্রতিষ্ঠা করা হয় ">!< গুজব হলে শেষ,গর্বিত হবে বাংলাদেশ।" নামক একটি গ্রুপ।যার মাধ্যমে অসংখ্য তরুণ-তরুণীদেরকে গুজব বিরোধী করা হচ্ছে।প্রতিষ্ঠানটির প্রধান-পরিচালক জনাব সোনিয়া আক্তার বলেছেন মানুষদের গুজব বিরোধী করতে তাদের এই প্রচেষ্টা সর্বদাই অব্যাহত থাকবে।এই কাজে সকলকে পাশে থাকার জন্য আহব্বান জানান তিনি।গুজব বিরোধী মনোভব সৃষ্টির জন্য গ্রুপটির প্রধান-পরিচালক জনাব সোনিয়া আক্তার ও পরিচালক জনাব প্রিয়ন্ত মজুমদার একত্রে কতগুলো নিয়ম বিবেচনা করে একটি শপথ তৈরী করেন এবং যথাসাধ্য চেষ্টা করছেন গুজব থেকে সকলকে দূরে রাখতে।শপথ-বাক্যটি উল্লেখ করা হলো:
>^< গুজবের ঐ করাল গ্রাসে থমকে গেছে দেশ !!! সব মিথ্যকে আরাল করে এগিয়ে যেতে হবে বেশ।
-->গুজব প্রতিরোধে আসুন আমরা একতাবদ্ধ হয়ে দেশ মাতৃকার সুনাম ধরে রাখি।#শপথ:-
♥->আমি স্বাধীন বাংলাদেশের গর্বিত নাগরিক হিসেবে স্বশ্রদ্ধচিত্তে শপথ করছি যে,৩০লক্ষ্য শহীদ ও ২লক্ষ্য মা-বোনের ত্যাগে অর্জিত আমার গর্বের মাতৃভূমির সম্মান রক্ষার্থে গুজব পরিহার করব।যে কোনো প্রকার তথ্য পাবার পর সেটির সত্যতা সম্পূর্ণ নিশ্চিত না হয়ে তা প্রচার করব না।গুজবের ফাঁদে কান দিয়ে বিশৃঙ্খলা তৈরী করা হতে বিরত থাকব।কোনো তথ্য পাবার পর সর্ব প্রথম তার সত্যতা যাচাই করব।জয় বাংলা।♥ .
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন